শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩ নং নলকুড়া ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন তাহিরপুরের টেকেরঘাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাঁশখালীতে বন বিভাগের সংরক্ষিত ভূমি উদ্ধার অবৈধ দখলে গড়ে ওঠা বাড়ি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত। ভুরুঙ্গামারীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ। তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ। ঝিনাইগাতীতে তীব্র শীতে অসহায় হতদরিদ্র  পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ইউএনওর মানবিক সহায়তা! বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে জেলা যুবদলের দোয়া ও খাবার বিতরণ। সুনামগঞ্জে হোটেল মজুরির বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী ব্যবসায়ীদের টাকা হাতিয়ে লাপাত্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়কসহ ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ! 

বাঘায় অস্ত্র-গুলি ও হেরোইন সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েল আটক

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার:

রাজশাহীর বাঘায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েলকে অস্ত্র-গুলি ও হেরোইন সহ আটক করেছে র‍্যাব-৫। সোমবার (৫ জানুয়ারি)দিবাগত রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের  পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড এমুনিশন (গুলি) ও ৩০০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে র‍্যাব।

 

আটককৃত রয়েল (৩২) রাজশাহীর বাঘা উপজেলা পানিকামড়া এলাকার মজিবর রহমান এর ছেলে।

 

সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের আলোকে র‍্যাব-৫,ইন্টেলিজেন্স সদর দপ্তর রাজশাহী ও সিপিএসসি-এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা হয়। অভিযানের সময় রয়েলের বসত বাড়ির শয়নকক্ষ থেকে ২ (দুটি) ওয়ান শুটার গান, ৪ (চার) রাউন্ড এমুনিশন (গুলি) এবং বসতবাড়ির ভেতরে খাদ্যসামগ্রী রাখা মিশ্রেপের মধ্যে লুকিয়ে রাখা ৩০০ গ্রাম হেরোইন তার স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের লুট হওয়া গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

আটকৃত রয়েল দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং পাচারের সঙ্গে জড়িত। সে তার বসতবাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল।

 

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য থেকে প্রতীয়মান হয় যে অভিযুক্ত সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ তার নেটওয়ার্ক ও সহযোগীদের শনাক্ত করতে অধিকতর তদন্ত জোরদার চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর