রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানা এলাকায় জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর উচাটারী গ্রামের ঘাগট নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ হাফিজ হায়দার, এসআই মোঃ আব্দুস ছালাম মিয়া, এসআই শফিকুল ইসলাম, এসআই মোঃ মিজান হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার আসর থেকে ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ লিখন (৪৫), মোঃ মশিয়ার (৩৮), মোঃ সাবেরুল (৩৮), মোঃ আবুল হোসেন (৫৫), মোঃ বদিয়ার (২৫), মোঃ মাসুদ (৩০), মোঃ সাদেকুল ইসলাম (২৬), মোঃ সাজু মিয়া (২৭), মোঃ হালিম (৪০) ও মোঃ আলমগীর হোসেন (৪০)। তারা সবাই হাজীরহাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ অভিযানে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১০৪টি তাস এবং নগদ ৩৭০ টাকা উদ্ধার করে। অভিযানে কোনো ভিকটিম বা পলাতক আসামি নেই বলে জানায় পুলিশ।
এ ঘটনায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৬/২৬, তারিখ ০৯/০১/২০২৬ খ্রি., রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮-এর ৯৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।