বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহীদদের রূহের মাগফিরাত ও আহত ও পঙ্গুদের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বাদ আছর বোরহানউদ্দিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য এবং ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা ফজলুল করীম। তিনি বক্তব্যে শহীদদের বিভিন্ন শ্রেণিবিভাগ তুলে ধরেন এবং ইসলামের শহীদ সাহাবীদের আদর্শ তুলে ধরেন। তিনি বলেন, আগে বাংলাদেশের রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রসহ নানা মতবাদ নিয়ে প্রকাশ্যে আলোচনা হলেও ইসলাম নিয়ে কথা বললেই নির্যাতনের শিকার হতে হতো। এখন ছাত্র-জনতার প্রচেষ্টায় ইসলামের পক্ষে কথা বলার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আল্লাহর দরবারে শহীদদের শহীদি মর্যাদা কামনা করছি এবং আহত ও পঙ্গুদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি।
দোয়া মাহফিল শেষে বোরহানউদ্দিন বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।