মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার।
/ ২২
বার দেখা হয়েছে
আপডেট :
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার।
রাজশাহী বাঘায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এরই অংশ হিসেবে অদ্য ইং ১২/১২/২০২৫ তারিখ অফিসার ইনচার্জ জনাব মোঃ সিরাজুল ইসলাম দিক-নির্দেশনায় এস আই তুহিন এর নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামাণিক ও ফোর্সসহ বাঘা পৌরসভার অন্তর্গত চকছাতারি গ্রামের মৃত রহিম উদ্দিন এর পুত্র মো:হাফিজুল ইসলাম (৪০)এর নিজ বাড়িতে মাদকদ্রব্য অবৈধ নিষিদ্ধ গাজার গাছ রোপন করে আসছিল। বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে তথ্য সংগ্রহের করে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে একই দিনগত রাত ০৯.০০ ঘটিকায় উক্ত আসামি হাফিজুল কে আটক করে বাঘা থানা পুলিশ
স্বীকারোক্তি মোতাবেক উক্ত গাঁজার গাছটি তার হেফাজত থেকে জব্দ করা হয়।সে বেশ কিছুদিন পূর্বে গাছটি রোপন করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেবন ও বিক্রয়ের প্রায় উপযোগী করে তুলেছিল।পুলিশ কর্তৃক আটকের পর সে বিস্তারিত ঘটনা স্বীকার করে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে। সম্মানিত এলাকাবাসীর সবাইকে মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধের তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হইল।