নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে ২ দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৫ শ্রমিক। মৃত শ্রমিক আফসার ও হায়দারের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর মোল্লাপাড়া গ্রামে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শবেরের মোড় নামক স্থানে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুই দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ৫ জন শ্রমিককে উদ্ধার করে নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শ্রমিক দিনমজুরের কাজের জন্য অটোভ্যান যোগে সকালবেলা কাজে যাচ্ছিল। পথের মধ্যে নাজিরপুর হালসা মেইন রোডে শবেরের মোড়ে পৌছালে সামনে থেকে আসা ইজিবাইকের সাথে অটোভ্যান ও ট্রলির সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন এবং রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।
এঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।