নীলফামারী সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নগর দারোয়ানী স্কুল এ্যান্ড কলেজ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয় ও কলেজ হিসেবে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেয়ার লক্ষ্যে কাজ করছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান বলেন, “আমরা শুধুমাত্র পাঠ্যবইনির্ভর শিক্ষা দিয়ে সন্তুষ্ট নই। শিক্ষার্থীদের সমগ্র বিকাশের জন্য মানসম্মত পাঠক্রম, অনুশীলনী ক্লাস, অতিরিক্ত শিক্ষা কার্যক্রম ও রচনা-প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি যাতে তারা আগামী চরম প্রতিযোগিতা-পর্বে দেশের একজন সক্ষম নাগরিক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে।”
তিনি আরও জানান, “শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অভিভাবকদের সহযোগিতা ও নিয়মিত শিক্ষক-শিক্ষার্থীদের নিবেদিত প্রচেষ্টা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চাই শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভাল ফল না করে, সামাজিক ও নৈতিক জীবনে উন্নত নেতৃত্ব গড়ে তুলুক।”
এই পর্যায়ে বিদ্যালয়টি শিক্ষার আধুনিক উপায় যেমন গ্রুপ স্টাডি সেশন, বিষয়ভিত্তিক কর্মশালা ও প্রযুক্তিগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে বিদ্যার্থীদের সক্ষম করে তুলছে বলেও অধ্যক্ষ মন্তব্য করেন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানটিকে শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক বলে মত প্রকাশ করছেন।