মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
আজ(৫ ডিসেম্বর) রোজ শুক্রবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম – খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ১জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাছবাহী একটি পিকআপ (নেত্রকোনা ড-১১-০০৭৪) ও একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ ১১-৫০৭৯) মুখোমুখি সংঘর্ষ হয় এতে গাড়ি দুইটি দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালক মোহাম্মদ কাউসার (২৯) মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাউসারের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার চানপুর নতুন পাড়া এলাকায় তার পিতার নাম মোঃ জাহাঙ্গীর।
গুরুতর আহতরা হলেন
১। মুরাদ (২৩), পিতা: হাসান
২। আবু মুসা (৪০), পিতা: মৃত আবু রশিদ
৩। আহমদ হোসেন (৭০), পিতা: মৃত নাজের জামান
৪। সোলেমান (২৮), পিতা: মৃত আবুল বশর
৫। আবদুল্লাহ (০৩), পিতা: আহসান উল্লাহ — সকলেই ভূজপুর থানার হালদাবিল এলাকার বাসিন্দা
উক্ত দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মাইক্রোবাসটি আটক করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে