সোহেল সরকারঃ
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা নিশ্চিত পরাজয় জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করেছিল। তারা নির্মমভাবে হত্যা করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের।
লন্ডন থেকে প্রকাশিত ‘দৈনিক সোনালী সময়’ পরিবারের পক্ষ থেকে আমি সেইসব শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের এই আত্মত্যাগ আমাদের জন্য শোকের, কিন্তু একইসাথে তা আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জোগায়।
আসুন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আমরা একটি অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাই। প্রবাসে থেকেও আমাদের হৃদয়ে অমলিন থাকুক স্বদেশের এই সূর্যসন্তানদের স্মৃতি।
বিনম্র শ্রদ্ধায়,
সোহেল সরকার
সম্পাদক ও প্রকাশক
দৈনিক সোনালী সময়, লন্ডন।