বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত: বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে খুলনা বিভাগীয় প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা, দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে রাজশাহী বাঘা প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণসহ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় চট্টগ্রামের বাঁশখালীতে বিজয় দিবস পালিত

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়। লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলোয়াত ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর
মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দল । উপজেলা প্রশাসনের আয়োজনে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন এবং কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরোয়ার হোসাইন চৌধুরী, আহমদ ছফাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাঁশখালী থানার পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্য, বিএনসিসির সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর