বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত: বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে খুলনা বিভাগীয় প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা, দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে রাজশাহী বাঘা প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণসহ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে

মোঃ রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬. ৪১ মিনিটে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ সহ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ভূরুঙ্গামারী উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন,বীরমুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।


সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

পরে সকাল ৯ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিন ব্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ,যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপির সদস্য, উপজেলা প্রশাসন মুক্ত স্কাউট দল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করে।
দিবসটি উপলক্ষে এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর