মোঃ শিশির আলী
স্টাফ রিপোর্টার
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়। লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
মহান বিজয় দিবসে খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শাখার, পক্ষ থেকে উপস্থিতি ছিলেন সভাপতি ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা,
সহ-সভাপতি জনিরুল ইসলাম, সহ-সভাপতি হারুন অর রশিদ,
সহ-সভাপতি মিজানুর রহমান,
সাধারণ সম্পাদক মোঃশিশির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন রেজা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআহসান হাবিব মোহন,
দপ্তর সম্পাদক মোঃ খোকন আলী,
তথ্য ও গঃ সম্পাদক মোঃ বাপ্পি
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাকিল ও আরো অনেকেই উপস্থিতির মাধ্যমে তাদের উদ্যোগে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতপুর উপজেলার পক্ষ থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার/স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল,গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বিজয় র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানানো হয়।