বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা রূপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর। ৭১’ এর বিজয় তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত:

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড।

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সাব সেক্টরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ দেওয়া একটি পাঠাগার কক্ষ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য নির্ধারিত ওই ঘরে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী দলীয় সাইনবোর্ড ঝুলিয়ে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন আগে ট্যাকেরঘাট সাব সেক্টরে মুক্তিযোদ্ধাদের অফিস ও পাঠাগারের জন্য পৃথক দুটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পাঠাগারের জন্য নির্ধারিত কক্ষটিতে বিএনপির নাম সংবলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দখলে নেওয়া হয়েছে বলে স্থানীয় মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঠাগার কক্ষটির সামনে ঝুলছে একটি সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে— “বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাহিরপুর উপজেলা শাখা, ট্যাকেরঘাট অফিস কার্যালয়।”

এ বিষয়ে কথা বলতে গেলে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য বরাদ্দকৃত স্থাপনায় রাজনৈতিক দখলদারিত্ব অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। তাঁদের মতে, কেউ অফিস দখল করছে, আবার কেউ পাঠাগারকে দলীয় কার্যালয়ে রূপ দিচ্ছে—এটি স্বাধীনতার চেতনার পরিপন্থী।

তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী বলেন, প্রায় চার দশকের বেশি সময় ধরে মুক্তিযোদ্ধারা ওই কক্ষটি ব্যবহার করে আসছেন। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে সেখানে দলীয় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও বাস্তব কোনো সমাধান আসেনি।

এ বিষয়ে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে যদি ঘরটি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ হয়ে থাকে, তাহলে সেখানে দলীয় কার্যালয় করার পক্ষে তিনি নন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।
এদিকে, উপজেলা প্রশাসনের আয়োজনে ট্যাকেরঘাট মুক্তির মঞ্চে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান জানান, রাজনৈতিক সাইনবোর্ড ঝুলিয়ে কক্ষ দখলের বিষয়টি মুক্তিযোদ্ধারা তাঁকে অবগত করেছেন। তিনি বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর