মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার
রাজশাহীর বাঘায় জমি দখলকে কেন্দ্র করে এক পক্ষের গুলিতে অপর পক্ষের চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন,মৃত ব্যাক্তির নাম আমান মন্ডল। অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে রেফার্ট করা হয়েছে। এরা হলেন-মনতাজ মন্ডল,নাজমুল মন্ডল ও রাকিম মন্ডল। সোমবার (২৭ অক্টম্বর)দুপুরে উপজেলার খানপুর পদ্মার চরে এই ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার খানপুর পদ্মার চরাঞ্চলে বন্যা পরবর্তী সময় প্রায় দুই বিঘা জমি নিয়ে কুষ্টিয়ার জেলার দৌলতপুর উপজেলার কাকন বাহিনীর সাথে বাঘা উপজেলার খানপুর চারাঞ্চলের মনতাজ মন্ডল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।
সর্বশেষ সোমবার সকালে মনতাজ মন্ডল-সহ আরো তিনজন ঐ জমিতে খড় কাটতে গেলে দুপুর তিনটার দিকে কুষ্টিয়ার কাকন বাহিনীর প্রায় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল এসে মনতাজ মন্ডল সহ তার লোকজনের উপরে এলো পাতাড়ি গুলি ছুড়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বাঘা স্বাস্থ্য কমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক ডা: নিহার চন্দ্র মন্ডল জানান, যারা গুলিবিদ্ধ হয়েছেন, তাদের একেক জনের গায়ে একাধিক গুলির চিহৃ রয়েছে। তবে আমান মন্ডল(৪০) অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে হাসপাতালে আনার পর মারা যান। বাকি মন্তাজ মন্ডল(৩৫) নাজমুল মন্ডল(২৮) ও রাকিব মন্ডল (২২) কে গুরুত্বর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান , খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনা স্থল-সহ বাঘা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ছিলো। এ বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। আহত পক্ষ তাদের রুগী নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।