নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোগরাকুল কবরস্থান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩০জুন সোমবার মাহমুদুল্লা নবী(৩৫) নামে এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় পুলিশ তার কাছ থেকে তিনটি মোবাইলফোন উদ্ধার করে। মাহমুদুল্লা নবী মোগরাকুল এলাকার মৃত মাওলানা জালাল উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, মাহমুদুল্লা নবী ভুয়া মেজর পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড পরিচালনায় জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।