রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“ভাবনায় বিষাদ সিন্ধু তুমি”-মোঃ সেলিম উদ্দিন রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: শাহাদত চেয়ারম্যান ও মোজাম্মেল সাধারণ সম্পাদক বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপি বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন। সুনামগঞ্জ পৌর শহরে গৃহ-বধূ সুমি দাশ চৌধুরীর আত্ম-হত্যা এখন হত্যা মামলায় পরিণত ফেঁসে গেলেন শশুর শাশুরী ও বটিয়াঘাটায় শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগ থেকে পদত্যাগ ১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারী ২০২৬,রবিবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা আগে গুলি করবো, পরে প্রশ্ন’, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের

জমকালো আয়োজনে ঢাকায় ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জমকালো আয়োজনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো শোটাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত এবং সাপ্তাহিক ঠিকানা প্রেজেন্টেড বাই ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ঢালিউডের দীর্ঘ পঁচিশ বছরের পথচলার স্মৃতি, সুর আর মানুষের গল্প নিয়ে তারকাদের বর্ণাঢ্য মিলন মেলার পর্দা নামল ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি ২৫তম আসরের। গত ৯ জানুয়ারি ২০২৬,শুক্রবার,ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে এক মঞ্চে মিলিত হয়েছিলেন বিভিন্ন সময়ের নন্দিত শিল্পী, নির্মাতা ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্টরা।খবর আইবিএননিউজ ।

সন্ধ্যার পর পরই মঞ্চে আলো জ্বলার সঙ্গে সঙ্গে নাচের মাধ্যমে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। ‘কাজলরেখা’ সিনেমার গান ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ পরিবেশনের মাধ্যমে আসর উদ্বোধন করেন মন্দিরা চক্রবর্তী। সুর, নাচ আর আলোর মেলবন্ধনে শুরুতেই প্রাণ পায় পুরো দর্শক ভর্তি হলের মিলনায়তন।

এর আগে রেড কার্পেটে একে একে হাজির হন বিনোদন অঙ্গনের পরিচিত শিল্পী-কলাকুশলীরা। এ সময়ের নন্দিত অভিনেত্রী মুনীরা মিঠু, পর্দা কাঁপানো নায়িকা রোজিনা, অভিনেত্রী তাসদিক নমিরা আহমেদ, ঢাকাই চলচ্চিত্রের বলিষ্ঠ অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, ফখরুল বাশার মাসুম, শওকত আলী ইমনসহ ছিলেন নানা প্রজন্মের শিল্পীরা। উপস্থিত ছিলেন মৌ শিখা, শাহেদ শরিফ খান, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাঞ্জু জন, কণ্ঠশিল্পী সালমা, জাদুশিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ, নিশি শ্রাবনী, ইয়াশ রোহান, শাহরিন সুলতানা মীম, শফিউল আলম বাবু ও তাঁর কন্যা মেলিতা মেহজাবিন অর্পা এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মতো তারকারা।

অনুষ্ঠানের শুরুতেই আবেগঘন মুহূর্ত আসে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ঘোষণার সময়। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। মঞ্চে উঠে আবেগ সামলাতে পারেননি তিনি। সংক্ষিপ্ত কৃতজ্ঞতায় কথার চেয়ে চোখের ভাষাই বেশি কথা বলে।

স্থানীয় সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত সিনেমা, সংগীত, নাটক ও ডিজিটাল মাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। জনপ্রিয়তার পাশাপাশি সমালোচক পছন্দ—দুই ধারাতেই সম্মাননা পেয়েছেন শিল্পীরা।

এই বিশেষ আসরের সরাসরি সম্প্রচার করে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। আয়োজনটির টাইটেল স্পন্সর ছিল গোল্ডেন এইজ এবং পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।

ঢাকায় অনুষ্ঠিত এই সিলভার জুবিলি আসরের মাধ্যমে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নতুন এক অধ্যায় যোগ করল—যেখানে পেছনের পঁচিশ বছরের স্মৃতি আর সামনে থাকা সময় এক মঞ্চে এসে দাঁড়াল।
প্রথম বারের মতো রাজধানী ঢাকায় এই ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান করার প্রসঙ্গে শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর সিইও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর খান আলম বাপসনিউজকে তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দেশের গুণী শিল্পীদের নিয়ে এতো দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে করে আসলেও স্বদেশের মাটিতে এই অনুষ্ঠান করতে পেরে নিজেকে খুব গর্বিত ও আনন্দিত বোধ করছি। সংক্ষিপ্ত সময়ে মধ্যে নিজ দেশের মাটিতে এতো বড় একটি অনুষ্ঠানে অনেকের ভালো সহযোগিতাও পেয়েছেন বলে জানান আলমগীর খান আলম।
আরেক প্রশ্নের জবাবে আলমগীর খান আলম জানান, আগামী বছর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে আগত আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)-এর চেয়ারম্যান ও নিউইয়র্ক নিউ হারাইজন লায়ন ক্লাবের পরিচালক গিয়াস আহমেদ বাপসনিউজকে বলেন, ‘আমি খুবই আনন্দিত দেশের মাটিতে প্রথম বারের মতো এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করায়।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫-এর পুরস্কারপ্রাপ্তদের ক্যাটাগরি ও নাম নিচে তুলে ধরা হলো-
‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পান দিলারা জামান, সেরা ফোক কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা, সেরা ব্যান্ড ‘চিরকুট’, সেরা জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, সেরা নারী কণ্ঠশিল্পী (সমালোচক পছন্দ) সোমনূর মনির কোনাল, সেরা পুরুষ কণ্ঠশিল্পী (সমালোচক পছন্দ) ইমরান মাহমুদুল, বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আদনান আল রাজীব, বেস্ট রাইজিং স্টার অ্যাওয়ার্ড মন্দিরা চক্রবর্তী, সেরা নৃত্য পরিচালক (কোরিওগ্রাফার) ইভান শাহরিয়ার সোহাগ, সেরা রবীন্দ্রসংগীত শিল্পী স্বপ্নীল সজীব, সেরা সংগীত পরিচালক ইমরান মাহমুদুল, সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক পছন্দ) মেহজাবীন চৌধুরী, সেরা নারী কণ্ঠশিল্পী (ইউএসএ) রানু নেওয়াজ, সেরা পুরুষ কণ্ঠশিল্পী (ইউএসএ) অনিক রাজ, রাইজিং সিঙ্গার (ইউএসএ) শারাব আজমান, ‘ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ড’ আসিফ আকবর ও রবি চৌধুরী, সেরা নাটক অভিনেতা (সমালোচক পছন্দ) জিয়াউল হক পলাশ, সেরা সংগীত পরিচালক (সমালোচক পছন্দ) শওকত আলী ইমন, সেরা জনপ্রিয় নাটক পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, সেরা জনপ্রিয় নাটক অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, ‘ঢালিউড স্পেশাল অ্যাওয়ার্ড’ এস আই শুমন, সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (নাটক–পুরুষ) শহীদুজ্জামান সেলিম, সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (চলচ্চিত্র–পুরুষ) মিশা সওদাগর, জনপ্রিয় নারী অভিনেত্রী (নাটক) তানজিন তিশা, সেরা গীতিকার কবির বকুল, ঢালিউড রাইজিং সিঙ্গার পার্ণা আর দাস, সেরা জনপ্রিয় নাটক অভিনেতা, ফারহান আহমেদ জোভান, সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (চলচ্চিত্র–নারী) মুনীরা মিঠু, সেরা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা, বেস্ট রিয়েলিটি শো ‘হা-শো’, সেরা চিত্রনাট্যকার (নাটক) সিদ্দিক আহমেদ, সেরা উপস্থাপক রাফসান সাবাব, সেরা চলচ্চিত্র উৎসব, সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (নাটক–নারী) দীপা খন্দকার, সেরা জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী, সেরা চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী (তাণ্ডব), সেরা নাটক পরিচালক (সমালোচক পছন্দ) কাজল আরেফিন অমি, বেস্ট এআই এডুকেটর কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান, সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক পছন্দ) আফরান নিশো (দাগি) ও সেরা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (বরবাদ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর