সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন পেলেন সেলিমা রহমান শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাহেন্দ্রগাড়ী ও ১চালক আটক, ৫০ হাজার টাকা জরিমানা  রাজনগরের ফতেপুরে কুশিয়ারা নদীর তাণ্ডব, বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর রংপুর সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে কোনাবাড়ীতে কাপড় ব্যবসার আড়ালে জমজমাট গাজা ও ইয়াবা ব্যবসা শেরপুরে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

রংপুর সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা

তরিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার / ৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, রংপুর

​রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারের অবসর গ্রহণ উপলক্ষ্যে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।
​আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে রংপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ কর্মজীবন শেষে অধ্যাপক শামিমা আখতারের অবসর গ্রহণকে স্মরণীয় করে রাখতে সমিতির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
​শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন:
​জনাব মোঃ মনিরুল হক প্রধান, আহ্বায়ক, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি (অ্যাডহক কমিটি)।
​ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু, সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।
​অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ, কারমাইকেল কলেজ। ​অধ্যাপক মোঃ রোজাইন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কারমাইকেল কলেজ। জনাব মোঃ আতিয়ার রহমান। জনাব মোঃ শহিদুল আলম লাবু সহ সমিতির অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারের বর্ণাঢ্য কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানান।
​এ সময় অধ্যাপক শামিমা আখতার কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর