মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার বিবিরহাট এলাকার একটি ভবনের নিচতলা থেকে এক নারী ও তার দেড় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২৯ অক্টোবর) রোজ বুধবার দুপুরের দিকে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের পাশের ‘কামাল ভবন’-এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আফরোজা আফরিন (২৬) এবং শিশুকন্যা আতিকিয়া আয়েশা (১৬ মাস)। আফরিনের স্বামী মো. আনোয়ার হোসেন বিবলো স্থানীয় একজন ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আফরোজা তার শিশুকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা খুলতে চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে মা ও মেয়ের নিথর দেহ উদ্ধার করে।
নিহতের শ্বশুর কামাল উদ্দিন জানান, আফরোজা কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এ মর্মান্তিক পদক্ষেপ নিয়েছেন।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আত্মহত্যার আগে তার শিশুকে শ্বাসরোধে হত্যা করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।