রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
লাইলাতুল মেহরাজ এর মাধ্যমে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজ ফরজ করে দেন গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত! গণভোটে সরকারের ভূমিকা “লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ কাগতিয়া দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিলে লাখো মুসল্লির ঢল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত বেকার ছেলে রুম্মান এর ফ্রিল্যান্সিং হয়া এক আশ্চর্য ঘটনার গল্প জামালপুর- ৪ আসনে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল

গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বাঁশখালায় অবস্থিত ঐতিহ্যবাহী গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসা’র উদ্যোগে সালানা জলসা, হযরত জালাল শাহ্ (রহ.)’র বার্ষিক ওরস শরীফ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে এক বিশাল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফতি মুজিবুর রহমান নিজামী, অধ্যক্ষ, মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল, চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীন, জজ কোর্ট, চট্টগ্রাম।
অনুষ্ঠানে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, কেবিনেট মেম্বার, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র, বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান, ৬নং (ক) কাথরিয়া ইউনিয়ন পরিষদ, বাঁশখালী।
সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহছেনে আহলে সুন্নাত আমিরুল হুজ্জাজ শাহ্ মাওলানা ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী, চেয়ারম্যান, শাহ্ আমানত হজ্ব কাফেলা, বায়েজিদ, চট্টগ্রাম; বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ দেলোয়ার আজিম; আলহাজ্ব হাবিব উল্লাহ মাষ্টার, আহ্বায়ক, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা; বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আবু বকর সিকদার, সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশখালী উপজেলা দক্ষিণ শাখা; মাওলানা আব্দুর রহিম সিরাজী, সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশখালী উপজেলা উত্তর শাখা এবং বিশিষ্ট সমাজসেবক কাজী মুহাম্মদ শাহেদ, সাধারণ সম্পাদক, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশখালী উপজেলা উত্তর শাখা।

মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামী স্কলার প্রফেসর ড. এ.এস. এম. বোরহান উদ্দীন, সাবেক চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ রবিউল হাসান দায়েমী, মুদাররিস, সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা, চন্দনাইশ, চট্টগ্রাম।

বিশেষ বক্তা হিসেবে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন উদীয়মান তরুণ বক্তা ও শায়েরে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন কাদেরী, খতিব, বায়তুল মামুর জামে মসজিদ, বন্দর ইপিজেড, চট্টগ্রাম।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুফতি আবুল কাসেম তাহেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র মাদ্রাসা। ব্যবস্থাপনায় সহযোগিতা করে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদ্যাপন পরিষদ, পূর্ব বাঁশখালা, বাঁশখালী, চট্টগ্রাম।

মাহফিলে রাসূলে করীম (দ.)’র জীবন ও আদর্শ অনুসরণ, সুন্নিয়াতের গুরুত্ব, দ্বীনি শিক্ষা বিস্তারে মাদ্রাসার ভূমিকা এবং সমাজ সংস্কারে ইসলামের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর