
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩২ বছরের পথচলায় শুদ্ধ ও যুক্তিনির্ভর চর্চার ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের ৩২ বছর পূর্তি উদ্যাপন করেছে। কলেজের বাংলা মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বিতর্ক, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বাংলা মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের তৎকালীন মূখ্য সমন্বয়ক মাফরুজা মেহনাজ মৌরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বিতর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, “বিতর্কচর্চা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মনন তৈরি করে, যা শুধু একাডেমিক জীবনে নয়, ব্যক্তিগত ও পেশাগত জীবনেও সাফল্যের চাবিকাঠি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জনাব মোঃ হাবিবুর রহমান, বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক জনাব মোহাম্মদ শাহ আলম এবং অধ্যাপক জনাব দিলীপ কুমার রায়। বিশেষ অতিথিরা বিতর্ক পরিষদের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের বিতার্কিকদের অনুপ্রাণিত করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে জনাব মোঃ মনিরুল হক প্রধানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রুদ্ধশ্বাস ফাইনাল: অর্থনীতি বিভাগের বিজয়
আলোচনা সভার পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিল অর্থনীতি বিভাগ ও প্রাণীবিদ্যা বিভাগের মধ্যে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। অত্যন্ত প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতামূলক এই বিতর্কে যুক্তি ও তর্কের খেলায় শেষ হাসি হাসে অর্থনীতি বিভাগ, যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিতর্ক শেষে পুরস্কার বিতরণী পর্ব চলাকালে আকস্মিক বৃষ্টিপাত শুরু হয়। ফলে অনুষ্ঠানের বাকি অংশ অন্নদা মোহন হলরুমে স্থানান্তরিত করা হয়। সেখানেই বিতর্কসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
নতুন নেতৃত্ব: পূজাকে মূখ্য সমন্বয়ক, ওয়াজেদকে সাধারণ সম্পাদক
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিতর্ক পরিষদের আগামী এক বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বহ্নিশিখা রায় পূজাকে মূখ্য সমন্বয়ক এবং জনাব মোঃ আব্দুল ওয়াজেদ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি উপস্থিত সকলে অভিনন্দন ও শুভ কামনা জানান।
বক্তারা এমন একটি সুন্দর, সুশৃঙ্খল এবং ফলপ্রসূ অনুষ্ঠান উপহার দেওয়ায় আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ৩২ বছর পূর্তির এই আয়োজন কারমাইকেল কলেজের বিতর্ক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।