বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণার পরেই রাজশাহী-১ (গোদাগাড়ী – তানোর) আসনে পালটে গেছে বিএনপির রাজনীতির দৃশ্যপট। এ আসনে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন। দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। রাজশাহীর ১গোদাগাড়ী – তানোর উপজেলার বিএনপির রাজনীতি দীর্ঘ সময় মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনের নিয়ন্ত্রণে না থাকলেও তার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বে দ্বন্দ্ব, সংঘাত আর ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা অল্প সময়েই হয়ে উঠেছেন চাঙা। তার মনোনয়নে গোদাগাড়ী – তানোর উপজেলায় বিএনপির রাজনীতিতে ফিরেছে ভারসাম্য। আসনটি ফিরে পেতে নেওয়া হয়েছে সবার উদ্যোগে সমন্বিত পরিকল্পনা।
রাজশাহী -১ গোদাগাড়ী – তানোর উপজেলায় বিএনপির নতুন নেতৃত্ব মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনকে বিজয়ী করতে নিরঙ্কুশ সমর্থন জানিয়েছে। গোদাগাড়ী – তানোর বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেছেন। তিনি বুধবার সবাইকে ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। মনোনয়ন বঞ্চিত গোদাগাড়ী – তানোরের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা হলে মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন সকলকে সব ভেদাভেদ ভুলে দলের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের আহ্বানে সাড়া দেন তার বিরোধীরা। সবাই তার কাছে ছুটে যান। শুভেচ্ছা জানান। নির্বাচনে দৃঢ়ভাবে পাশে থাকার অঙ্গীকার করেন।
রাজশাহী -১গোদাগাড়ী -তানোর উপজেলার সিনিয়র নেতারা বলেন বিএনপি বড় দল। এখানে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। একটি আসনে একজনই মনোনয়ন পাবেন। রাজশাহী -১ গোদাগাড়ী – তানোর আসনে শরিফ ভাই মনোনয়ন পেয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। কোনো ধরনের দূরত্ব না রেখে আমরা সর্বোচ্চ শ্রম আর মেধা দিয়ে এ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছি।
মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন বলেন, আমরা যারা বিএনপি করি, তারা সবাই একই পরিবারের সদস্য। একসঙ্গে বাস করলে ভাইয়ে-ভাইয়ে মান-অভিমান হতেই পারে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। দলের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ।