মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় এক কৃষকের মালিকানাধীন জমি দখল করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কৃষক মো. জাকির ও দিলোয়ারা বেগমের মালিকানাধীন জমিতে মো. ইকবাল নামে এক ব্যক্তি বাউন্ডারি তৈরি করে এবং পরে পাকা ঘর নির্মাণ শুরু করেন। গভীর রাতে ঘটনাটি টের পেয়ে জমির মালিক ও স্থানীয়রা সেখানে উপস্থিত হলে দখলকারীরা উত্তেজিত হয়ে পড়ে।
অভিযোগে বলা হয়, মালিকানা মার্কেট ভ্রমের পাশে পানি নিষ্কাশনের জন্য প্রায় তিন ফুট এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখা ছিল। কিন্তু হঠাৎ করেই ইকবাল ওই জমির মালিকানা দাবি করে তা দখলের চেষ্টা চালায় এবং সেখানে স্থায়ী ঘর নির্মাণ শুরু করে।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন বলেন, আমরা দুই পক্ষকে বসিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। মোহাম্মদ জাকির ও দিলোয়ারা হাজির হলেও অভিযুক্ত ইকবাল উপস্থিত হননি। পরবর্তীতে আমরা বিষয়টি তদন্তের স্বার্থে হাটহাজারী থানায় হস্তান্তর করেছি।
অন্যদিকে, জমি দখলের অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. ইকবাল বলেন, আমি আমার নিজের জায়গায় ঘর নির্মাণ করেছি। কিন্তু জাকির এসে আমার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আমি এ ঘটনায় হাটহাজারী থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই জায়গাটি নিয়ে মালিকানা বিরোধ চলছে। সুষ্ঠু তদন্ত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।