মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম -১ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী নাসিরা খন্দকার নিসার একান্ত সাক্ষাৎকারের কথোপকথন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দারিদ্রের অবস্থানে আমাদের কুড়িগ্রাম জেলা ৬৩ নম্বর অবস্থান রয়েছে যা অত্যন্ত দুঃখজনক। এর মধ্যে আমাদের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী সীমান্তবর্তী তথা নদী ভরপুর হওয়ায় আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ।
আমাদের প্রতি নজর ছিল না বিগত সরকারগুলোর দেশের এ ক্রান্তি লগ্নে আবারও ক্ষমতায় আসার জন্য উঁকি ঝুঁকি মারছে বিগতদের মধ্যে এক দুটি দল। যা কোন ভাবেই মেনে নিতে চাচ্ছে না বাংলার স্বাধীনচেতা নতুন সমাজ। তাই আমি নাসিরা খন্দকার নিসা যার জন্ম ভূরুঙ্গামারী উপজেলার পাগলার হাট গ্রামে এবং আমার শ্বশুর আলয় নাগেশ্বরী পৌর এলাকায়।
শিক্ষার হাতে খড়ি বাবা মৃত আব্দুল ওয়াহেদ খন্দকার মাস্টারের হাত ধরে ছাট গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বেড়ে উঠা ভূরুঙ্গামারীতে। হামিদা খানম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি , ভূরুঙ্গামারী সরকারী কলেজ থেকে এইচএসসি , শেষ করে বি.বি.এ, এম.বি.এ সম্পূর্ণ করে বি.এড ও এম.এড করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ।
প্রবেশ করেছি সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ড যেমনঃ নারীর ক্ষমতায়ন, কারিগরি প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গ্রামের নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান , বিভিন্ন বিদ্যালয়ে লাইব্রেরী স্থাপন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কো-কারিকুলার এ্যাকটিভিটিস পরিচালনা থেকে শুরু করে গ্রামীণ কর্মকান্ডে প্রত্যক্ষ অংশগ্রহণ। তার ধারাবাহিকতায় দেশের তরুণ সমাজের হাতে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে নিজেকে ওতো প্রতোভাবে জড়িত করেছি দেশ গঠনের লক্ষ্যে ।
তার ফলশ্রুতিতে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটাকে ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন, আধুনিক, নিরাপদ, কর্মমূখর, কল্যাণমূখী ও আত্ম মর্যাদাশীল এলাকা হিসেবে গড়ে তুলতে ও সংসদে গিয়ে এলাকার সমস্যাগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করার লক্ষ্যে নতুনভাবে পরিবর্তনের দাবির মুখে ও সময়ের সঙ্গে নেতৃত্বের পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তন ও উন্নয়নের জন্য আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
দূর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা গঠন করতে চাই । যেকোন দূর্নীতিতে আমরা জিরো টলারেন্স।
প্রত্যেক তরুণ-তরুণী ও যুবককে তারুন্যের অহংকার হিসাবে তৈরীকরণের মাধ্যমে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা বাসীকে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার কাছে রোল মডেল হিসেবে পরিচয় করানোই আমার প্রধান লক্ষ্য।
দেশ গঠনে আসুন সবাই সবাইকে সম্মান করি ও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেই ।