মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
আজ( ২৪ নভেম্বর) রোজ সোমবার বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান।
উক্ত অভিযানে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন/পরিবহনের অপরাধে তিনজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শওকত আলী, নৌপুলিশ এবং হালদার সংশ্লিষ্ট পাহারাদার ।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিনের সঙ্গে কথা হলে তিনি জানান,হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।