মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফিজুল কুরআন কমপ্লেক্স, ইউনিট–২ এর নবনির্মিত হেফজখানার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। গারাঙ্গীয়া দরবারের পীর সাহেব পীরে তরিকত আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম রশিদী হুজুর, পীর ছাহেব সাতবাড়িয়া,খলিফা গারাংগিয়া ও আলকরন মকবুলীয়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার আনছারী ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ শফিকুর রহমান দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নতুন প্রজন্মকে খাঁটি কুরআনী শিক্ষায় শিক্ষিত করা ও নৈতিকতার আলোয় আলোকিত করার লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা।” তিনি আরও জানান, আধুনিক ও শুদ্ধতম পদ্ধতিতে হেফজুল কুরআন, নাজেরা ও বেসিক ইসলামী শিক্ষার ব্যবস্থা এখানে নিশ্চিত করা হবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সভা ও দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে। এতে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া আগামী জানুয়ারি মাস থেকে নতুন ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়। হেফজ, নাজেরা, তাজবিদসহ বিভিন্ন বিভাগে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটি আশা প্রকাশ করেছে যে, নতুন হেফজখানা এলাকার ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।