বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তারাব পৌরসভার বরাব এলাকার ম্যাক্স মিলনায়তনে এই দোয়া ও আলোচনা সভা আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেন, নারায়ণগঞ্জ কোর্টের পিপি জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি রিপন হোসেন।
বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, আমরা জেল খেটেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমাদের নেত্রী অসুস্থ, হে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে সুস্থ করে দাও। আমাদের জীবনের বিনিময়ে হলেও এই একটি মানুষকে তুমি সুস্থ করে দাও। আমরা তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আমি কাজী মনির মরে গেলে এদেশের কিছুই হবে না। বেগম খালেদা জিয়া মরে গেলে এদেশের অনেক ক্ষতি হবে, গণতন্ত্র বিপন্ন হবে।
যুবদলের সাবেক সহ সম্পাদক দুলাল হোসেন বলেন, আমি কাজী মনির ভাইয়ের সাথে আছি। কাজী মনির ভাই রূপগঞ্জের এমপি হলে রূপগঞ্জ রূপগঞ্জই হবে। তিনি মন্ত্রী হবেন। আমরা ৪ মনোনয়ন প্রত্যাশী ছিলাম। মনির ভাই সবার সিনিয়র। দলের প্রাথমিক মনোনয়ন পরিবর্তন হতে পারে। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।