রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণাঃ সোহেল সরকার মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীর ঘরে ও দোকানে পরিকল্পিত হামলা ও লুটপাটএর অভিযোগ : ৩ মহিলা সহ আহত ৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর নির্বাচিত মায়েদুল হক বসুনিয়া (তূর্য) ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাজশাহী বাঘায় গাজার গাছ সহ আটক ১। ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে। শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে এনসিপির বিক্ষোভ ও নিন্দা সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন শ্রীপুরে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, খান সেলিম রহমানের ৪৮’তম জন্মদিনে, দোয়া মাহফিল অনুষ্ঠিত। ডিমলা উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের কমিটি প্রকাশ।

সংস্কার ও সংরক্ষণের দাবি হালিমনগর বধ্যভূমি’র

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫


মো: সৈকত হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

আজ ভয়াল ৩০ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে নওগাঁর পত্বীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হালিমনগরে ঘটেছিল নির্মম হত্যাযজ্ঞ। পাক সেনারা সেদিন স্থানীয় দোসরদের সহযোগিতায় শিহাড়া, নির্মইল এবং আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষক, সনাতন ধর্মাবলম্বী এবং আদিবাসীদের ধরে নিয়ে আসে। প্রত্যেককে আড়মোড়া দিয়ে বেঁধে গুলি করে। সন্ধ্যার ঠিক পূর্বক্ষনে খালের পড়ে এই হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাকাণ্ডে ১৯ জন আদিবাসীসহ নাম না জানা প্রায় ৫০ জন নিহত হয়। নির্মম এই হত্যাযজ্ঞে পায়ে গুলি লেগে বেঁচে যাওয়া আদিবাসী গুলু মুর্মু বলেন-“বেঁচে আছি ভাবতেই অবাক লাগছে। ওরা আমাদের সারি করে দাঁড় করিয়ে রেখে গুলি চালায়। মানুষের আর্তনাদে হালিমনগরের নির্জনতা হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করে। পাক হানাদার বাহিনী চলে গেলে আস্তে আস্তে খালের পাড় ধরে আমি প্রথমে সৈয়দপুর এবং পরে ভারতে পালিয়ে যাই। সেখানে ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করে আমি আবারো আমার গ্রামে ফিরে আসি। সেদিনের সেই স্মৃতি এখনো আমাকে আতঙ্কিত করে। যারা শহীদ হয়েছিলেন তাদের ১৯ জনের নাম জানা ছিল। পরবর্তীতে নির্মইল এবং শিহাড়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে স্থানটিকে বধ্যভূমি হিসেবে ঘোষণা করে। নির্মইল ইউনিয়ন পরিষদ এবং পত্নীতলা উপজেলা প্রশাসন একাধিকবার এই স্থানটিকে সংরক্ষণ ও সংস্কার কার্যক্রম পরিচালনা করে। যে ১৯ জনের নাম জানা ছিল তাদের নাম সহ একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ৩০ নভেম্বর শহীদ পরিবারের সদস্যরা এখানে এসে পুষ্প অর্পণ করেন। একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩০ নভেম্বর এখানে এসে অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। তারা একটি পূর্ণাঙ্গ বধ্যভূমি হিসেবে হালিমনগরকে জাতীয়ভাবে ঘোষণারও ইঙ্গিত দিয়েছিলেন। আজকে খুব খারাপ লাগলো স্থানটি প্রায় দখল হয়ে গিয়েছে। আশা করবো মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হালিমনগর বধ্যভূমি সংরক্ষণ এবং বধ্যভূমি নির্মাণ করে জাতীয়ভাবে অনুষ্ঠান যাতে এখানে করা হয়।
১ ডিসেম্বর ১৯৭১ সকালে হলাকান্দর গ্রামের সাইফুল ইসলামকে এখানে নিয়ে আসা হয়। তিনি এবং অন্য একজন মিলে এখানে গর্ত কেটে লাশগুলোকে মাটি চাপা দিয়ে রাখে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক বলেন, হালিমনগর অত্যন্ত দুর্গম একটি স্থান ছিল। এখানে সংঘটিত হত্যাকান্ডের ঘটনা আমাদের সবারই জানা। বর্তমানে স্থানটি দখল হয়ে গিয়েছে। কোন কর্তৃপক্ষ স্থানটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিচ্ছে না। এরকম চলতে থাকলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্ম হয়তো জানতে পারবে না। আমরা আশা করবো হালিমনগর বধ্যভূমি সংরক্ষণ ও জাতীয়ভাবে যেন এটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়। ”
ইতিপূর্বে হালিমনগর বধ্যভূমি সংরক্ষণ ও সংস্কারের উদ্দেশ্যে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দদের নিয়ে একাধিক কার্যক্রম পরিচালনা করে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দি হাঙ্গার প্রজেক্ট ও একুশে পরিষদ, নওগাঁ। সরেজমিনে হালিমনগর বধ্যভূমি পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, কয়েক মাস আগে স্মৃতিফলকে যাদের নাম ছিল সে নামগুলো আর নেই। শহীদ পরিবারের সদস্যরা যে বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করতেন সেই বেদিও আর নেই। সবকিছু তুলে ফেলে একজন কৃষক এখানে চাষবাস করছেন। স্থানীয় নারী-পুরুষ এবং যুবাদের মুখ শোনা গেল হালিমনগর বধ্যভূমি সংরক্ষণ ও সংস্কারের আন্তরিক আহ্বান। কয়েকজন ব্যক্তির মুখে শোনা গেল এখানে উপজেলা প্রশাসন থেকে প্রকল্প দেয়া হয়েছিল এবং পূর্বতন ইউনিয়ন পরিষদ সেগুলোর সঠিক ব্যবহার করেন নাই।
আদিবাসী আর কৃষককুল আমাদের দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। ৩০ নভেম্বরে শহীদদের পরিবারের সদস্যরা এখানে এসে আলো প্রজ্জলন করতো আর প্রার্থনা করতো তাহলে ও তাদের বিদেহী আত্মা শান্তি পেত। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে স্থানটিকে সংরক্ষণ করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় ৩০ নভেম্বরকে হালিমনগর দিবস হিসেবে জাতীয়ভাবে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর