বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
৭১’ এর বিজয় তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত: বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে খুলনা বিভাগীয় প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা, দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে

নভেম্বরের সাথে আমার কথা

কলমে ✑ মাহমুদুল হাসান শান্ত / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

কলমে ✑ মাহমুদুল হাসান শান্ত

 

আমি: হে নভেম্বর, তুমিতো এসে গেলে!

কেন এমন নরম হাওয়া আনো বুকে মেলে?

 

নভেম্বর: আমি আসি শান্তির গান গেয়ে,

ধানের মাঠে সোনালি ঢেউ বয়ে দিয়ে।

 

আমি: শিশিরে ভেজা ভোরে, পা রাখি নরম ঘাসে,

মন চায় হারিয়ে যেতে তোমার নিঃশব্দ বাতাসে।

 

নভেম্বর: তাই তো তোমার গ্রামের মাটিতে রাখি ঠান্ডা চাদর,

তুমি যেন হেঁটে যাও, তৃপ্তি মাখা ভোরের ভেতর।

 

আমি: গরম চায়ের কাপে উঠা ধোঁয়াটুকু কেন এত প্রিয় লাগে?

মায়ের ডাকে সকালটা কেন হৃদয়ে বাজে?

 

নভেম্বর: ওই ধোঁয়ায় মিশে আছে ঘরের উষ্ণতা,

মায়ের ডাকে থাকে শান্ত জীবনের ব্যাখ্যা।

 

আমি: বিকেলে দেখি উঠোনে ধান শুকায়,

শিশুরা হাসে, কেউ ঘুড়ি ওড়ায়।

তুমি কি ওদেরও গল্প শোনাও?

 

নভেম্বর: হ্যাঁ, আমি বাতাসে ওদের হাসি ভাসাই,

ধানের গন্ধে মিশিয়ে দিই মাটির আসাই।

 

আমি: সন্ধ্যায় পুকুরপাড়ে কুয়াশা নামে ধীরে,

বাতাসে বাজে সাঁঝের বাঁশি নীলে নীলে ঘিরে।

তুমি কি তখন বিশ্রাম নাও?

 

নভেম্বর: না রে, আমি তখন তারা গুনি আকাশজুড়ে,

তোমার মাটির ঘরে পাঠাই শান্তির আলো ঘুরে।

 

আমি: রাত হলে দেখি জোনাকিরা জ্বলে,

তুমি কি ওদের আলোর সুরে কথা বলো চলে?

 

নভেম্বর: হ্যাঁ, ওদের দিয়েই লিখি তোমার গ্রামের কবিতা,

যেখানে আছে কুয়াশা, চুলার ধোঁয়া, আর ভালোবাসার স্নিগ্ধতা।

 

আমি: আহা নভেম্বর, তুমি আসলেই অন্যরকম,

তোমার ছোঁয়ায় মন হয় কোমল, অচেনা, নিরবতাসম।

 

নভেম্বর: আমি আসি প্রতি বছর তোমার স্বপ্ন জাগাতে,

গ্রামের বুকের সৌরভে তোমার হাসি ফোটাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর