সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণাঃ সোহেল সরকার মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীর ঘরে ও দোকানে পরিকল্পিত হামলা ও লুটপাটএর অভিযোগ : ৩ মহিলা সহ আহত ৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর নির্বাচিত মায়েদুল হক বসুনিয়া (তূর্য) ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাজশাহী বাঘায় গাজার গাছ সহ আটক ১। ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে।

নভেম্বরের সাথে আমার কথা

কলমে ✑ মাহমুদুল হাসান শান্ত / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

কলমে ✑ মাহমুদুল হাসান শান্ত

 

আমি: হে নভেম্বর, তুমিতো এসে গেলে!

কেন এমন নরম হাওয়া আনো বুকে মেলে?

 

নভেম্বর: আমি আসি শান্তির গান গেয়ে,

ধানের মাঠে সোনালি ঢেউ বয়ে দিয়ে।

 

আমি: শিশিরে ভেজা ভোরে, পা রাখি নরম ঘাসে,

মন চায় হারিয়ে যেতে তোমার নিঃশব্দ বাতাসে।

 

নভেম্বর: তাই তো তোমার গ্রামের মাটিতে রাখি ঠান্ডা চাদর,

তুমি যেন হেঁটে যাও, তৃপ্তি মাখা ভোরের ভেতর।

 

আমি: গরম চায়ের কাপে উঠা ধোঁয়াটুকু কেন এত প্রিয় লাগে?

মায়ের ডাকে সকালটা কেন হৃদয়ে বাজে?

 

নভেম্বর: ওই ধোঁয়ায় মিশে আছে ঘরের উষ্ণতা,

মায়ের ডাকে থাকে শান্ত জীবনের ব্যাখ্যা।

 

আমি: বিকেলে দেখি উঠোনে ধান শুকায়,

শিশুরা হাসে, কেউ ঘুড়ি ওড়ায়।

তুমি কি ওদেরও গল্প শোনাও?

 

নভেম্বর: হ্যাঁ, আমি বাতাসে ওদের হাসি ভাসাই,

ধানের গন্ধে মিশিয়ে দিই মাটির আসাই।

 

আমি: সন্ধ্যায় পুকুরপাড়ে কুয়াশা নামে ধীরে,

বাতাসে বাজে সাঁঝের বাঁশি নীলে নীলে ঘিরে।

তুমি কি তখন বিশ্রাম নাও?

 

নভেম্বর: না রে, আমি তখন তারা গুনি আকাশজুড়ে,

তোমার মাটির ঘরে পাঠাই শান্তির আলো ঘুরে।

 

আমি: রাত হলে দেখি জোনাকিরা জ্বলে,

তুমি কি ওদের আলোর সুরে কথা বলো চলে?

 

নভেম্বর: হ্যাঁ, ওদের দিয়েই লিখি তোমার গ্রামের কবিতা,

যেখানে আছে কুয়াশা, চুলার ধোঁয়া, আর ভালোবাসার স্নিগ্ধতা।

 

আমি: আহা নভেম্বর, তুমি আসলেই অন্যরকম,

তোমার ছোঁয়ায় মন হয় কোমল, অচেনা, নিরবতাসম।

 

নভেম্বর: আমি আসি প্রতি বছর তোমার স্বপ্ন জাগাতে,

গ্রামের বুকের সৌরভে তোমার হাসি ফোটাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর