শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
সিঙ্গাপুরের বিশ্বখ্যাত (SGH) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূর্বাচল ৩০০ ফিট সড়কে উল্টোপথে আসা প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মনির।। সাধারণ সম্পাদক আঃ মালেক বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসন কতৃক মেধা যাচাই পুরস্কার বিতরণ সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা। রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা রূপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর। ৭১’ এর বিজয় তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড।

রংপুরে হাজিরহাট থানা এলাকায় সাংবাদিকের উপর হামলা, অভিযুক্তের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর ঃ / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর ঃ

রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন হাসনা বাজার এলাকায় স্থানীয় এক ব্যাক্তি নামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মানিক মিয়া (৩৪) হাজীরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৪০৬, তারিখ: ১১ নভেম্বর ২০২৫) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক মানিক মিয়া “নিউজ টিভি ৬৪”-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা-মৃত ছপি উল্লাহ, দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তার এসব কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক মানিক মিয়া একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে অভিযুক্ত ব্যক্তি তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত ১০ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে, উত্তম হাসনা বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে, পেশাগত কাজে অবস্থান করার সময় অভিযুক্ত নজরুল ইসলাম এসে সাংবাদিক মানিক মিয়াকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিলঘুষি মারেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্ত ব্যক্তি সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জ জানান, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর