শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিঙ্গাপুরের বিশ্বখ্যাত (SGH) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূর্বাচল ৩০০ ফিট সড়কে উল্টোপথে আসা প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মনির।। সাধারণ সম্পাদক আঃ মালেক বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসন কতৃক মেধা যাচাই পুরস্কার বিতরণ সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা। রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা রূপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর। ৭১’ এর বিজয় তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড।

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাকাত শামসুল।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শামসুল আলম (৫০) কে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।
গ্রেপ্তারকৃত শামসুল আলম বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম ডোংরা এলাকার মকবুল মাতব্বর বাড়ীর মৃত সিরাজুল ইসলামের ছেলে।

 

র‍্যাবের-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালী থানায় দায়ের করা দুটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি শামসুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে নগরের চাঁন্দগাও বোর্ড স্কুল সংলগ্ন রুবেল কলোনির সামনে অবস্থান করার তথ্য পেয়ে সোমবার এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত শামসুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতি, ৩টি অস্ত্র এবং ১টি হত্যা মামলা।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‍্যাব-৭, চট্টগ্রাম।

 

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসাইন জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আজ (বুধবার) দুপুর ১২টার দিকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাঁশখালী, চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে।’

 

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও থানার একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে মো: শামসুল আলমকে রাত ২:৩০ টায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ডাকাতি মামলার অভিযোগ রয়েছে, যা দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তার গ্রেফতারে এলাকায় অনেক জায়গায় মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষ, কারন ডাকাত শামসু একটি আতংকের নাম।
র‍্যাব-৭, চট্টগ্রাম জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর