সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন পেলেন সেলিমা রহমান শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাহেন্দ্রগাড়ী ও ১চালক আটক, ৫০ হাজার টাকা জরিমানা  রাজনগরের ফতেপুরে কুশিয়ারা নদীর তাণ্ডব, বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর রংপুর সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে কোনাবাড়ীতে কাপড় ব্যবসার আড়ালে জমজমাট গাজা ও ইয়াবা ব্যবসা শেরপুরে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

তাহিরপুরে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল যুবকের।

শফিকুল ইসলাম/বিশেষ প্রতিনিধি / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম/বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সড়কে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারানো ট্রাকটির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোলেমান মিয়া (২১)। তিনি চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে পরে খোঁজ নিয়ে জানতে পারেন, একটি ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচলে আরও সতর্কতা ও কঠোর নজরদারি জরুরি। এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর