রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“ভাবনায় বিষাদ সিন্ধু তুমি”-মোঃ সেলিম উদ্দিন রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: শাহাদত চেয়ারম্যান ও মোজাম্মেল সাধারণ সম্পাদক বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপি বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন। সুনামগঞ্জ পৌর শহরে গৃহ-বধূ সুমি দাশ চৌধুরীর আত্ম-হত্যা এখন হত্যা মামলায় পরিণত ফেঁসে গেলেন শশুর শাশুরী ও বটিয়াঘাটায় শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগ থেকে পদত্যাগ ১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারী ২০২৬,রবিবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা আগে গুলি করবো, পরে প্রশ্ন’, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের

দিনাজপুরের কাহারোলে এসএসএস-এর ৮৪০তম শাখার উদ্বোধন: ১ম দিনই মানবিক সহায়তা

তরিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

​নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: মানবিক সেবার ব্রত নিয়ে দিনাজপুরের কাহারোলে যাত্রা শুরু করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। সোমবার (৩০ ডিসেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির ৮৪০তম এই শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। শাখাটি এসএসএস-এর দিনাজপুর জোনের দিনাজপুর এরিয়ার অন্তর্ভুক্ত হয়েছে।

​উদ্বোধনী ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন এসএসএস-এর ঋণ বিভাগের যুগ্ম পরিচালক জনাব স. ম. ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার জনাব শাহিন মাহমুদ।
​এরিয়া ম্যানেজার জনাব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জোন হিসাব কর্মকর্তা ​জনাব অরুণ কুমার, শাখা ব্যবস্হাপক জনাব ইয়াসির আরাফাত এবং ​এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শাখার সদস্য ও অভিভাবকবৃন্দ।

​বর্তমানে উত্তরাঞ্চলে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ সংলগ্ন এলাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এসএসএস কর্তৃপক্ষ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। এদিন ঋণ বিতরণের পাশাপাশি প্রত্যেক সদস্যের হাতে একটি করে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়। ঋণ গ্রহণের দিনে এমন উপহার পেয়ে সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

​উপকারভোগী সদস্যরা বলেন, “এর আগে অনেক সংস্থায় কাজ করেছি, কিন্তু সদস্য হওয়ার দিনই কেউ আমাদের শীতবস্ত্র দেয়নি। এসএসএস-এর এই মানবিকতায় আমরা সত্যিই মুগ্ধ।”

​প্রধান অতিথির বক্তব্যে জনাব স. ম. ইয়াহিয়া বলেন, “এসএসএস কেবল একটি ঋণদানকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্পূর্ণ মানবিক প্রতিষ্ঠান। আমরা মানুষের অর্থনৈতিক মুক্তির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন সহায়তা নিয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থাকি।”
​জোনাল ম্যানেজার জনাব শাহিন মাহমুদ জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাহারোল শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসএসএস-এর বহুমুখী সেবা এখন থেকে এই অঞ্চলের মানুষ হাতের নাগালেই পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর