মোহাম্মদ আমিনুল ইসলাম/ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর ঘটনায় তাদের বাবা মো. খোরশেদ আলম (৩৫) কে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাকে আটক করা হয়।
এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া শিশুদের বাবাকে শনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক খোরশেদ আলম জানান, তিনি পেশায় একজন অটোরিকশাচালক। পাশাপাশি মাঝে মাঝে বাঁশখালীর একটি ভাঙারির দোকানে কাজ করতেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। পরিবারসহ তিনি বাঁশখালী উপজেলার মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
তিনি আরও জানান, তার স্ত্রীর বাড়ি সাতকানিয়া উপজেলায়। স্ত্রীর কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় ৫ থেকে ৬ মাস আগে স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর ছেড়ে চলে যান এবং ঘরের কিছু আসবাবপত্র ও নগদ টাকাও নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, স্ত্রী তার ছোট প্রতিবন্ধী সন্তানকে দিয়ে ভিক্ষা করাতেন—এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “পুলিশের মাধ্যমে শিশুগুলোর বাবার সঙ্গে কথা বলা হয়েছে। তার অভিভাবককে এখানে আসতে বলা হয়েছে। যেহেতু তিনি সন্তানদের নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তাই বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে উদ্ধার হওয়া দুই শিশুর নিরাপত্তা ও ভবিষ্যৎ কল্যাণের বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।