শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বটিয়াঘাটায় শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগ থেকে পদত্যাগ ১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারী ২০২৬,রবিবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা আগে গুলি করবো, পরে প্রশ্ন’, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের জমকালো আয়োজনে ঢাকায় ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ রিয়াদে প্রাণ-আরএফএলের সেলস কনফারেন্স ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান; বাঁশখালীর ছড়ারকুলে শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের বার্ষিক সভা, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আহছান পীর শাহ্ (রহ.) হেফজখানা ও নুরানী আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত।

শুভ নববর্ষ ২০২৬: সম্ভাবনা ও সম্প্রীতির আহ্বানে সোহেল সরকার-এর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সময়ের বিবর্তনে ক্যালেন্ডারের পাতা উল্টে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন একটি বছর—২০২৬। নতুন ভোরের সূর্যোদয়ের সাথে সাথে আগত এই ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের অগণিত পাঠক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সোহেল সরকার।

 

লন্ডন থেকে প্রকাশিত দৈনিক প্রতিবাদ এবং দৈনিক সোনালী সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার এক বার্তায় আধুনিক ও প্রগতিশীল সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—

“নতুন বছর মানেই নতুনের আবাহন, নতুন করে পথচলার প্রেরণা। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে সৃজনশীলতা আর আধুনিক মননই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিগত বছরের ভুল-ভ্রান্তি ও গ্লানি থেকে শিক্ষা নিয়ে ২০২৬ সালে আমাদের অঙ্গীকার হোক—একটি রুচিশীল, পরমতসহিষ্ণু এবং মানবিক সমাজ বিনির্মাণ করা।”

 

তিনি আরও যোগ করেন, “সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। নতুন বছরে আমাদের গণমাধ্যমগুলো দেশ ও দশের মঙ্গলে আরও সাহসী এবং বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা। প্রবাসে থাকলেও আমাদের নাড়ি পোঁতা এই বাংলার মাটিতে; তাই দেশের শান্তি ও সমৃদ্ধিই আমাদের পরম কাম্য।”

 

উল্লেখ্য, সোহেল সরকার একজন সফল বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হিসেবে যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যম ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রোজ টিভি ইউকে, প্রমথ আলো, বাংলা নিউজ মিডিয়া, তাড়াশ টাইমস, দৈনিক চাঁদপুরের আলো এবং ডেইলি ঢাকা মেইল-এর মতো প্রভাবশালী গণমাধ্যমগুলোর প্রধান উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা দিয়ে আসছেন।

 

পরিশেষে তিনি দেশ ও দশের উত্তরোত্তর মঙ্গল কামনা করে বলেন, “নতুন বছরের প্রতিটি ক্ষণ আনন্দময় হোক, জয় হোক মানবতার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর