
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বালিয়াডাঙ্গী বণিক সমিতির উদ্যোগে ২ রা জানুয়ারী(শুক্রবার) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী টি হোসেন মার্কেটের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ডাক্তার আব্দুস সালাম।
বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির যুগ্ন সদস্য ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইউসুফ আলী, যুগ্ম আহব্বায়ক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী,উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এ্যাডভোকেট আবেদুর রহমান ও খোরসেদ আলম, বালিয়াডাঙ্গী বণিক সমিতির সাধারন সম্পাদক মঞ্জুর আলম বাবু।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক অয়ন চৌধুরী, মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সদস্য দবিরুল ইসলাম,বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালম আজাদ, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এসএম মশিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক পান্নাসহ উপজেলার ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ ব্যবসায়ীগণ।
আলোচনা শেষে দোয়া পাঠ করেন- হাফেজ মাওলানা সাজেদুল ইসলাম।
এসময় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশের সবার প্রতি দোয়ার আহব্বান জানানো হয়।