প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়” এই প্রতিবাদ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার ভুমি আসাদুল ইসলাম, ওসি তদন্ত আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, সাংবাদিক আলী আক্কাস সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম।