রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
“ভাবনায় বিষাদ সিন্ধু তুমি”-মোঃ সেলিম উদ্দিন রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: শাহাদত চেয়ারম্যান ও মোজাম্মেল সাধারণ সম্পাদক বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপি বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন। সুনামগঞ্জ পৌর শহরে গৃহ-বধূ সুমি দাশ চৌধুরীর আত্ম-হত্যা এখন হত্যা মামলায় পরিণত ফেঁসে গেলেন শশুর শাশুরী ও বটিয়াঘাটায় শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগ থেকে পদত্যাগ ১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারী ২০২৬,রবিবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা আগে গুলি করবো, পরে প্রশ্ন’, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

পেনসিলভেনিয়ার বিভিন্ন টাউনশিপ ও বরোর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিরা সম্প্রতি শপথ গ্রহণ করেছেন। খবর আইবিএননিউজ ।

গত ৫ জানুয়ারি ২০২৬,সোমবার,আপার ডারবি টাউনশিপের কোষাধ্যক্ষ হিসেবে শপথ নেন সাইদুজ্জামান ড্যানি এবং ৭ম ডিস্ট্রিক্টের কাউন্সিলওম্যান হিসেবে সায়মা দিশা। একই দিনে হ্যাটফিল্ড টাউনশিপের ওয়ার্ড–৩-এর কমিশনার হিসেবে শপথ নেন শহিদুল পার্থ এবং হ্যাটফিল্ড বরোর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব নেন সৈয়দা হক। পরবর্তীতে কমিশনারদের ভোটে শহিদুল পার্থ নির্বাচিত হন বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট।
এছাড়াও ল্যান্সডেল বরো কাউন্সিল সদস্য হিসেবে শপথ নেন রাফিয়া রাজ্জাক, যিনি পরবর্তীতে কমিশনারদের ভোটে বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো বাংলাদেশি কমিউনিটির জন্য ছিল এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। প্রত‍্যকেই শপথ গ্রহণ করেন পবিত্র কোরআন হাতে নিয়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আপার ডারবি, হ্যাটফিল্ড ও ল্যান্সডেল বরোতে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রথমবারের মতো মুসলিম আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
নির্বাচিত প্রতিনিধিরা একসঙ্গে কাজ করে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর