নিজস্ব প্রতিবেদক, রংপুর।
রংপুরের গুপ্তপাড়ায় আজ শনিবার (১০ জানুয়ারি) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, রংপুর জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহাদত হোসেনকে চেয়ারম্যান, মোঃ মনিরুল হক প্রধান ও মোঃ মোখলেছুর রহমানকে ভাইস চেয়ারম্যান এবং মো. মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম শাহাদৎ হোসেন, কোষাধ্যক্ষ মো. ছলিম উদ্দিন এবং যুগ্ম কোষাধ্যক্ষ মো. ইয়াকুব আলী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— এ.এফ রেজাউল করিম, এমাদ উদ্দিন আহমেদ, নাজমুন নাহার, শাহ আলম মানিক, এ.এম রাশেদুন নবী, মো. শাহজাহান মিয়া, রামানাথ সাহা, পরেশ চন্দ্র চক্রবর্তী, মো. ইউছুফ আলী এবং ফনি ভূষণ সরকার।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অধিকার আদায়, কল্যাণমূলক কার্যক্রম বেগবান করা এবং সমিতির মর্যাদা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। অনুষ্ঠানে সমিতির জেলা পর্যায়ের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
এসময় সমিতির চেয়ারম্যান ডাঃ শাহাদত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা আমার ওপর আস্থা রেখেছেন। আমরা যারা আজ সরকারি সেবা থেকে অবসর নিয়েছি, জীবনের এই পর্যায়ে এসে আমাদের পারস্পরিক ঐক্য এবং সামাজিক মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, রংপুর জেলা শাখা হবে আমাদের একটি পরিবারের মতো। আমাদের প্রধান লক্ষ্য হবে অসুস্থ ও অসহায় সদস্যদের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ানো এবং অবসরকালীন সকল সুযোগ-সুবিধা যেন তারা নির্বিঘ্নে পান, তা নিশ্চিত করা। আমি আমার এই মেয়াদে সমিতির প্রতিটি সদস্যের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার করছি।”
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মনিরুল হক প্রধান তাঁর বক্তব্যে বলেন, “কেবল সরকারি অনুদানের আশায় বসে না থেকে ব্যক্তিগত তহবিল থেকে অসহায় সদস্যদের পাশে দাঁড়াতে হবে।” তিনি অফিসের জরাজীর্ণ দশা ও ওয়াশরুমসহ প্রয়োজনীয় অবকাঠামোর অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সবার সহযোগিতায় সমিতিকে একটি অত্যাধুনিক ‘মডেল সমিতি’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।