সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাহেন্দ্রগাড়ী ও ১চালক আটক, ৫০ হাজার টাকা জরিমানা  রাজনগরের ফতেপুরে কুশিয়ারা নদীর তাণ্ডব, বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর রংপুর সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে কোনাবাড়ীতে কাপড় ব্যবসার আড়ালে জমজমাট গাজা ও ইয়াবা ব্যবসা শেরপুরে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। নগর দারোয়ানী স্কুল ‌এ্যান্ড কলেজে শিক্ষার গুণগত মানে লক্ষণীয় অগ্রগতি শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে ঘোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় “ভাবনায় বিষাদ সিন্ধু তুমি”-মোঃ সেলিম উদ্দিন রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: শাহাদত চেয়ারম্যান ও মোজাম্মেল সাধারণ সম্পাদক

শেরপুরে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মোঃ তাজুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি :-

বগুড়ার শেরপুর উপজেলায় এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হামিদুল মণ্ডল (৫০) শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মমতাজ মণ্ডলের ছেলে।
দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় ধানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ধানের টাকা কালেকশন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হামিদুল মণ্ডল। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, মরদেহ উদ্ধারের সময় নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধ, অর্থনৈতিক বিষয় কিংবা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কি না—তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর