বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে সেনাবাহিনী গ্রেফতার করেছে।
স্টাফ রিপোর্টার, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান।
বগুড়ার সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিন গত রাত থেকে আজ বৃহস্পতিবার বগুড়া জেলার ৩টি উপজেলার ৫টি স্থানে অভিযান চালানো হয়।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর শাকপালা এলাকা থেকে ফিরোজ পোদ্দারকে ও পরে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে রায়হান আলী রানাকে আটক করা হয়। তাদের তথ্য অনুযায়ী বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের একটি নির্মাণাধীন বাড়ী থেকে একটি নয় মিলিমিটারের রিভলভার, ৫টি দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে। সেনাবাহিনীর দাবী অনুযায়ী, গ্রেফতার ১ জনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।