রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণাঃ সোহেল সরকার মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীর ঘরে ও দোকানে পরিকল্পিত হামলা ও লুটপাটএর অভিযোগ : ৩ মহিলা সহ আহত ৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর নির্বাচিত মায়েদুল হক বসুনিয়া (তূর্য) ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাজশাহী বাঘায় গাজার গাছ সহ আটক ১। ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে। শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে এনসিপির বিক্ষোভ ও নিন্দা সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন শ্রীপুরে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, খান সেলিম রহমানের ৪৮’তম জন্মদিনে, দোয়া মাহফিল অনুষ্ঠিত। ডিমলা উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের কমিটি প্রকাশ।

ভূরুঙ্গামারী হাসপাতালে সাংবাদিক মাইদুলকে তথ্য সংগ্রহে কর্মচারীর বাঁধা ও মানহানি মানববন্ধন: পরিদর্শনে ইউএনও ও ওসি

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে হেনস্থার শিকার হন। এ বিষয়ে থানায় অভিযোগ ও নিউজ প্রকাশের পর (৩‌ সেপ্টেম্বর) সোমবার হাসপাতাল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ও অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ এবং জরুরি বিভাগ, ল্যাব কক্ষসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন ও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

হাসপাতালে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে (২০ ও ২১ অক্টোবর) হামলার শিকার ও মিথ্যা প্রচারণার শিকার হন “তালাশ বিডি” ও “উলিপুর ডট কম” এর নির্ভীক সাংবাদিক মোঃ মাইদুল ইসলাম। পরে এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশ করলে অভিযুক্তদের পক্ষ থেকে সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া প্রচারণা চালিয়ে “ভুয়া সাংবাদিক”, “চাঁদাবাজ” ও “তথ্য সন্ত্রাসী” আখ্যা দিয়ে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে হাসপাতালের পরিসংখ্যানবিদ আরিফুল ইসলাম আপেল হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালের সামনে মানববন্ধন করেন ও বক্তব্য দেন। যা চাকরি নীতিমালা পরিপন্থী।

মানববন্ধনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহল, স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই মানববন্ধনকারীদের ছবি ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভূরুঙ্গামারীর সিনিয়র সাংবাদিকরা বলেন, “মাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন। তাঁর সাহসী সংবাদ অনেক প্রভাবশালী দালালচক্রকে অস্বস্তিতে ফেলেছে, তাই তারা মিথ্যা প্রচারণার আশ্রয় নিয়েছে। মাইদুলকে সহযোগিতা করা সকলের কর্তব্য।”

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে জরুরি বিভাগের সামনে পার্কিং এলাকা মুক্ত রাখতে একজন কর্মী রাখতে বলেন এবং অফিস সময়ে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নির্ধারিত দিন ও সময় ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান না করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দালালচক্র নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও নির্দেশনা দেন।

অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, হাসপাতালে সুচিকিৎসা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। এখানে চিকিৎসা নিতে আইনি কোন ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম পরিদর্শনে সার্বিক সহযোগিতা করেন। ল্যাবে সীমিত খরচে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় এ বিষয়ে জানান। এছাড়া টাইফয়েড ভ্যাকসিন ৭০ হাজার লক্ষ্যমাত্রা অর্জনে ইপিআই সেন্টার, স্কুল ও ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে প্রচার- প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করার জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এ খোকন, দৈনিক সকালের সযময়ের প্রতিনিধি এস এম মহিবুল নঈম শিমন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা।

সাংবাদিক মাইদুল অভিযুক্ত ব্যক্তি কর্মচারী আরিফুল ইসলাম আপেল এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন— হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে দালালচক্রের প্রভাব রোধ, বাহিরে ঔষধ বিক্রি বন্ধ, ভুয়া মেডিকেল সার্টিফিকেট প্রদান বন্ধ ও রোগীদের সেবা নিশ্চিত করতে এবং হাসপাতালের সমস্যা জনসম্মুখে প্রকাশ করতে সাংবাদিকদের তথ্য নিতে নিরাপত্তা নিশ্চিত করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর