বগুড়ার শাজাহানপুরে দুই শিশুর গলা কাটা ও মায়ের ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ উপজেলার খৈলশাকান্দি গ্রামে নিজের ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫), তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)।
এ ঘটনায় শাহাদাত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ ও মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শাহাদত হোসেন গত শুক্রবার ছুটিতে বাড়ি আসেন। গতকাল রাতে এবং আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়।
দুই শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘আমরা ঘরের মধ্যে তিনটি লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশুর গলাকাটা এবং মায়ের গলায় ওড়না পেঁচানো ছিল। সব কটি মরদেহ খাটের ওপর ছিল।’
তাদের মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয় জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা জানতে পেরেছি, নিহতের স্বামী শাহাদাত হোসেন ঘরের ভেতরে তাদের মরদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন। তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে আমরা হেফাজতে রেখেছি। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’