মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
আজ (২৯শে নভেম্বর) রোজ শনিবার হাটহাজারী পৌরসভাধীন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি আরফিন সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম–৫ (হাটহাজারী) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও গণমানুষের আস্থার প্রতীক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেলিম উদ্দিন রেজা,হাটহাজারী বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, হাটহাজারী পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর মেম্বার ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন পরিষদ এর উপদেষ্টা সালাউদ্দিন , হোসাইন, রায়হান, রাশেদ, আজিজ সহ অন্যান্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা মন্ডলী।