মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে সোমবার (০৩ নভেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে “দ্বন্দ্বের ছন্দে বাজাই মুক্তির মাদল” স্লোগানকে সামনে রেখে ৪ (চার) দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।
শিক্ষার্থীদের মধ্যে যুক্তি-তর্ক, বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটানোর প্রচেষ্টায় ইনস্টিটিউটের প্লেসমেন্ট হলে সকাল ১০:৩০ মিনিটে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় বিভিন্ন বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধানগন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রতিযোগী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের Accelerating & Strengthening Skills for Economic Transformation (ASSET) Project এর আওতায় ও আর্থিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ইনস্টিটিউটের ৫টি টেকনোলজি হতে বাছাইকৃত মোট ৬টি দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী ৬ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ কাল সাড়ে ১০ টায় প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব (ফাইনাল) অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্প-কারখানার মালিক, প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্য উপস্থিত থাকবেন।
প্রথম দিনে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম প্রতিযোগিতার বিষয় ছিল “সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্ঞান অর্জনের চেয়ে সময় বেশি নষ্ট হয়”। এই প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ছিল আর্কিটেকচার টেকনোলজি এবং বিপক্ষে ছিল ইলেকট্রিক্যাল টেকনোলজি প্রথম শিফট। বিষয়ের পক্ষের আর্কিটেকচার টেকনোলজি বিজয়ী হয় এবং সেরা বক্তা নির্বাচিত হয় আর্কিটেকচার টেকনোলজির দলনেতা মোসাঃ মেহেরুন্নেসা মীম।
দিনের অপর প্রতিযোগিতাযর বিষয় ছিল “অনলাইন শিক্ষা শ্রেণিকক্ষের চেয়ে বেশি কার্যকর”। বিষয়ের পক্ষে ছিল ইলেকট্রিক্যাল টেকনোলজি দ্বিতীয় শিফট এবং বিপক্ষে ছিল কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি দ্বিতীয় শিফট। এ প্রতিযোগিতায় বিজয়ী হয় বিষয়ের বিপক্ষের দল কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি দ্বিতীয় শিফট এবং প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয় কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি ২য় শিফটের প্রথম বক্তা নিশাত মুনি লিজা।
আগামী ৪ ও ৫ নভেম্বর ২০২৫ “সার্টিফিকেট নয়, দক্ষতাই ভবিষ্যতের চাবিকাঠি”, “কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানব সভ্যতার জন্য হুমকিস্বরূপ”, “পরিবেশ দূষণের জন্য বিজ্ঞান নয়, মানুষই দায়ী” ও “দেশ গঠনে তরুনরাই পারে অগ্রণী ভূমিকা পালন করতে” বিষয়ের ওপর আরো ৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখের চুড়ান্ত প্রতিযোগিতার বিষয় “দুর্নীতি একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায়“।
পুরো আয়োজনে মেন্টরের ভুমিকা পালন করছেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও রেডিও বড়াল-এর চিফ কোঅর্ডিনেটর জনাব খন্দকার মোনাসিব ফয়সাল তন্ময় এবং অত্র ইনস্টিটিউটের জনাব জান্নাতুল ফেরদৗস মৌ (ইন্সট্রাক্টর, ফুড) ও জনাব আলীমা আফরিন খেয়া (জুনিয়র ইন্সট্রাক্টর, ইংরেজী)।
প্রতিযোগিতার আয়োজন ও সার্বিক সহযোগিতায় কাজ করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রধান ও এ্যাসেট প্রজেক্টের ফোকাল পারসন প্রকৌ. মনোজিত সরকার এবং ইনস্টিটিউটের লাইব্রেরীয়ান জনাব আবু নাসির মুহাম্মদ সিদ্দিক হোসেন।