রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণাঃ সোহেল সরকার মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীর ঘরে ও দোকানে পরিকল্পিত হামলা ও লুটপাটএর অভিযোগ : ৩ মহিলা সহ আহত ৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর নির্বাচিত মায়েদুল হক বসুনিয়া (তূর্য) ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাজশাহী বাঘায় গাজার গাছ সহ আটক ১। ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে। শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে এনসিপির বিক্ষোভ ও নিন্দা সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন

রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ও ‘সাংবাদিক সুরক্ষা আইন’ বাস্তবায়নের দাবি: সাংবাদিক সমাজের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং পেশাগত মানোন্নয়নের দাবি নিয়ে এক গুরুত্বপূর্ণ ‘মতবিনিময় ও সমাবেশ’ অনুষ্ঠিত হলো রংপুরে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় রংপুর টাউন হলে এই অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে।

​অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের জন্য প্রস্তাবিত সংশোধিত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। একইসাথে, মাঠপর্যায়ের সাংবাদিকরা তাদের আর্থিক দুরবস্থা তুলে ধরে ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাস্টের পক্ষ থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করেন। তিনি সাংবাদিকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত কার্যকরের গুরুত্ব উল্লেখ করেন।

​মতবিনিময় সভায় বক্তারা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে জরুরি বলে আখ্যায়িত করেন। তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত কার্যকর এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমেই এই পেশার মানোন্নয়ন সম্ভব।
​অনুষ্ঠানে অংশ নেওয়া রংপুর অঞ্চলের সাংবাদিকরা তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তারা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমরা দিন নেই রাত নেই কাজ করে যাই, কিন্তু আমাদের কোনো বেতন নেই। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আমরা আর চাই না। আমরা বেতন চাই।” এসময় তারা সাংবাদিকদের জন্য সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণের জোরালো দাবি তোলেন। রংপুর জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তাদের নানা সমস্যার কথা উল্লেখ করে আর্থিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, রংপুর-এর সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি সাংবাদিকদের জন্য সরকারের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং সাংবাদিক সমাজের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব এ বি এম রফিকুল ইসলাম এবং রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে-এর সভাপতি জনাব সালেহুজজামান সালেক।

​অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দৈনিক নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে-এর সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব সরকার মাজহারুল মান্নান। সভায় রংপুর অঞ্চলের সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর