মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি

নারীর ক্ষমতায়ন ও শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে নতুন দিগন্ত উন্মোচন হলো নওগাঁর মান্দায়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে মঙ্গলবার বিকাল ৩টার সময় মান্দা শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয় “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক সভা।”
সভায় এলাকার বিভিন্ন ইউনিয়নের নারী প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজনটি নারী নেতৃত্ব বিকাশ ও শান্তি প্রতিষ্ঠায় নারীর ভূমিকা নিয়ে এক প্রাণবন্ত আলোচনায় পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান নান্টু । অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। তিনি বলেন, “নারীরা শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরে শান্তি প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে পারে। ওয়েভ প্ল্যাটফর্ম সেই ভূমিকা পালনে নারীদের আরও সংগঠিত ও সচেতন করে তুলবে।”
এছাড়া আলোচনায় অংশ নিয়ে পিএফজির এম্বাসিডর নার্গীস আক্তার বলেন, “শান্তি বজায় রাখতে নারীর দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা পরিবার থেকে সমাজে সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।”
অনুষ্ঠানে বক্তারা জানান, স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে তাদের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ওয়েভ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা সমাজের দ্বন্দ্ব-সংঘাত নিরসন, পারিবারিক কলহ কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখতে পারবে।
আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন করা হয়। এতে মোছাঃ মমতা হেনা ফেন্সি সমন্বয়কারী, মোছাঃ সুফিয়া খানম যুগ্ম-সমন্বয়কারী করে কমিটি গঠন করা হলো।
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্ম শুধু নারীদের সংগঠিত করবেই না, বরং আগামী দিনে মান্দা সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় মডেল হিসেবে কাজ করবে।
