মোঃ ময়নাল হক
সিরাজগঞ্জ (শাহজাদপুর)
উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক, বাংলা ভারতের সহস্রাধিক খানকাহ, দরবার শরীফের পীরগণের পীর, হযরত মাওলানা খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের সুযোগ্য তৃতীয় সাহেবজাদা, বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের মহামান্য সাজ্জাদানিশীন হযরত খাজা শাহ্ মুহাম্মদ কামাল উদ্দিন নূহ মিয়া (রহ:) এঁর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন।
জানাজা নামাজে ইমামতি করেন টাঙ্গাইল প্যারাডাইস পাড়া দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক আল মুজাদ্দেদী।
আজ ২৬ নভেম্বর ২০২৫, রোজ বুধবার বাদ জোহর বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জে জানাজা নামাজ শেষে আপন পীর ও পিতা বরেণ্য সূফী ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের মাজার শরীফ কমপ্লেক্সে উনাকে দাফন করা হয়। জানাজা নামাজে অসংখ্য অগণিত ভক্ত, মুরিদান, আশেকান ও মুহিব্বিনগণ শরীক হন। উপস্থিত ছিলেন খাজা পরিবারের সদস্যগণ, খাদেমবৃন্দ, শিক্ষাদাতা, কাফেলা প্রধান, বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব ও প্রতিনিধিবৃন্দ, দেশ বরেণ্য বিশিষ্টজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, গতকাল ২৫ নভেম্বর ২০২৫ ঈশায়ী তারিখে রাত ১১:৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওফাত লাভ কালে উনার বয়স হয়েছিলো ১০৩ বছর।
হযরত খাজা শাহ্ মুহাম্মদ কামাল উদ্দিন নূহ মিয়া (রহ:) সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময়কাল দরবার শরীফের সাজ্জাদানিশীনের দায়িত্ব পালন করেন। এ সময়কালে তিনি বাংলা ভারতের সহস্রাধিক খানকা দরবারের অন্যতম রাহবার হিসেবে অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও হেকমতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার খেদমত আঞ্জাম দিয়েছেন।
তাঁর ইন্তেকালে বাংলা ভারতের লক্ষ লক্ষ আশেকান জাকেরান অভিভাবক হারা হয়ে পড়ে ও সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দরবার- খানকাহ শরীফ এবং ধর্মীয় ও সামাজিক সংগঠন উনার ইন্তেকালে শোকবার্তা দিয়েছে, সমবেদনা জ্ঞাপন করেছে।
উল্লেখ্য যে, ঐতিহাসিক ধারাবাহিকতা ও রীতি অনুসারে এই দিনেই সর্বসম্মতিক্রমে ও সমর্থনে হযরত খাজা মুহাম্মদ গোলাম মেহেদী (মা:জি:আ) বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের চতুর্থ সাজ্জাদানিশীন হিসেবে আসীন হন।
মোঃ ময়নাল হক
স্টাফ রিপোর্টাস
দৈনিক সোনালি সময়
তাং ২৬/১১/২০২৫
#