মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান পূর্ব ডোংরা শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ছবক প্রদান বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালে হিফজ বিভাগের ৬ জন ছাত্রকে ছবক প্রধান করেন রায়ছটা সোবাহানিয়া তালীমুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ মহিউদ্দিন।
(২৯ নভেম্বরে সকাল ১০ টায় মাদ্রাসা হল রুমে প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় ও শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মোস্তাকিমুল হকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসার সাবেক সভাপতি মনছুরুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ রুবেল, প্রবাসী সাহাব উদ্দিন, সহকারী শিক্ষক মাষ্টার নুরুল হক, গোলাম সোবাহান,মোহাম্মদ আল মনছুর, মোহাম্মদ সলিম উল্লাহ সহ সাবেক ছাত্র ছাত্রী ও অভিভাবক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এসময় প্রবাসী শহিদুল্লাহকে ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার দাতা সদস্য গোলাম সোবাহান।
সকালের সুস্থতা কামনায় দেশ ও জাতীর কাল্যাণে বিশেষ মোনাজাত করেন সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।