নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর বিশ্ব কবরস্থান এলাকায় সাংবাদিকদের তথ্য দেওয়ার জের ধরে মনিকা আক্তার নামের এক নারীকে অপহরণ এবং হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন রাতে মনিকাকে অপহরণের উদ্দেশ্যে তার বসতঘরে তল্লাশি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা মনিকার গরুর খামারে হানা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কোপায় এবং দুইজন নারীসহ কয়েকজন পুরুষ মিলে বেশ কয়েকটি গরু লুট করে নিয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে ওই রাতে আত্মগোপন করে নিজেকে রক্ষা করে মনিকা ।
পরদিন সকালে নিজের নিরাপত্তার কথা ভেবে পুলিশের সহযোগিতা নিতে থানার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, ঠিক সেই মুহূর্তে অস্ত্রধারী হামলাকারীরা তাকে ঘর থেকে তুলে নিয়ে যায় ।
মনিকা জানান, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ ও মারধর করে।এ সময় তার সাথে থাকা আনুমানিক ৫ লাখ টাকার স্বর্ণালংকার,নগদ অর্থ, ব্যাংকের কার্ড এবং গরুর খামারের গরুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেশ কয়েকটি গরু লুট করে নিয়ে যায় তারা।
মনিকার দেওয়া তথ্য মতে, অভিযুক্তরা হলেন—শিল্পী, বিলকিস, ফয়সাল, শরিফ ও পারভিন আক্তার, শেলী , ইয়াসিন, উমর গনি এম এস কলেজের ছাত্রলীগ নেতা ফাহিম ইসলাম ও ইয়াসমিন।
এ বিষয়ে সিএমপি বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে ।