বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা রূপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর। ৭১’ এর বিজয় তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত:

মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :

মহান বিজয় দিবস উপলক্ষে মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও ক্যারাম বোর্ড প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ই ডিসেম্বর, রোজ মঙ্গলবার বগুড়া শহরের মধ্য পালশা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মোঃ আরমান হোসেন ডলার এবং মহিলা দল বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক এ্যাডঃ মোছাঃ সোহেলী মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা মাসুদ বলেন,
“ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।”

আমন্ত্রিত অতিথির বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর